২২ অক্টোবার ২০২১, ২৩:০২ মিঃ
অনন্যা পান্ডে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের জন্য আকর্ষণীয় ছবি প্রকাশ করছেন। এবারও তিনি নজনকাড়া ছবি প্রকাশ করেছেন।
আজকাল প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন অনন্যা পান্ডে। তবে ছবিতে অভিনয়ের চেয়েও তার ফ্যাশনের জন্যই বেশি নজর কাড়েন তিনি। নীল জলে চেক প্রিন্টেড বিকিনিতে ভক্তদের মন জয় করেছেন অনন্যা। ছবি: সংগৃহীত
শুধু বিকিনি নয়, শাড়িতেও সুন্দরী তিনি। ছবি: সংগৃহীত
কালো রঙের হল্টার নেক টপ আর প্যান্টের সঙ্গে ওয়েট হেয়ার লুকে বোল্ড অনন্যা। কালো রঙের হল্টার নেক টপ আর প্যান্টের সঙ্গে ওয়েট হেয়ার লুকে আবেদনময়ী অনন্যা। ছবি: সংগৃহীত
অনন্যা যে ফ্যাশনেবল তা নিয়ে কোনো সন্দেহ নেই। ডেনিম শর্টসের সঙ্গে এই টপ একেবারে মানানসই। ছবি: সংগৃহীত
রাজকীয় সাজে অনন্যা। জমকালো লেহেঙ্গার সঙ্গে নায়িকার হালকা মেক আপ এই লুক সবার পছন্দ হয়েছে। ছবি: সংগৃহীত
টানটান চেহারায় বডিকনে ফ্যাশন কুইন অনন্যা। সঙ্গে গলায় কড়ির মালা নজর কাড়ছে। ছবি: সংগৃহীত
কালো জ্যাকেট আর অ্যাসিমেট্রিকাল স্কার্টের সঙ্গে স্টিলেটো জুতো বেছে নিয়েছেন অনন্যা। ছবি: সংগৃহীত
ডেনিমের সঙ্গে সাদা ব্রালেটে স্পষ্ট অনন্যার আওয়ারগøাস ফিগার। শরীরী আবেদনে মজেছেন ভক্তরা। ছবি: সংগৃহীত
ব্যাকলেস সবুজ রঙের ড্রেসে ট্রেন্ডি লুক ক্লিয়েট করেছেন অনন্যা। ছবি: সংগৃহীত
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :