2025-07-10 12:56:34 am

সাংবাদিক পরিচয়ে হোটেলে তল্লাশির নেপথ্যে চাঁদাবাজি, সেই হান্নান গ্রেফতার

www.jagrotabangla.com

সাংবাদিক পরিচয়ে হোটেলে তল্লাশির নেপথ্যে চাঁদাবাজি, সেই হান্নান গ্রেফতার

১৭ জুন ২০২৫, ১২:২১ মিঃ

সাংবাদিক পরিচয়ে হোটেলে তল্লাশির নেপথ্যে চাঁদাবাজি, সেই হান্নান গ্রেফতার

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকা সাংবাদিক পরিচয়ে আবাসিক হোটেলে তল্লাশির অভিযোগে এম. হান্নান রহিম তালুকদার নামে এক কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১০টায় নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন। তিনি জানান, ৫ জুন রাত ১১টায় বহদ্দারহাট বাড়ইপাড়া পপুলার গেস্ট হাউজ নামের আবাসিক হোটেলে চাঁদা দাবি করে কথিত সাংবাদিক হান্নান তালুকদার। এরপর চাঁদা না পেয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে তল্লাশির নামে হোটেলের গেস্টদের হয়রানি করেন তিনি। বিষয়টি নিয়ে সোমবার হোটেল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে তার ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে হান্নান তালুকদারকে গ্রেফতার করেছি।

এর আগে, রবিবার হান্নান তার ফেসবুকে হোটেলে তল্লাশির ভিডিও আপলোড করেন। ভিডিও দেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিন্দা জানান। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর হান্নানের গ্রেফতার দাবিতে সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায় চট্টগ্রাম প্রেস ক্লাব। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার আলোকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :