2024-05-23 04:19:03 pm

চবিতে মাসব্যাপী মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী শুরু

www.focusbd24.com

চবিতে মাসব্যাপী মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী শুরু

০১ ডিসেম্বার ২০২১, ১৯:২০ মিঃ

চবিতে মাসব্যাপী মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাদুঘর ও চবি বঙ্গবন্ধু চেয়ারের যৌথ উদ্যোগে মাসব্যাপী ‘মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী’ শুরু হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। এ প্রদর্শনী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

এ সময় উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর হলো বাংলাদেশের একমাত্র একাডেমিক জাদুঘর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দসহ বিভিন্ন স্তরের গবেষকবৃন্দ তাদের গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এ জাদুঘর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ প্রদর্শনীর মাধ্যমে এ প্রজন্মের সন্তানেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :