, ১১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

তরুণীকে চাপা দিয়ে পিকআপচালক বললেন ‘সব দোষ আমার’

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

তরুণীকে চাপা দিয়ে পিকআপচালক বললেন ‘সব দোষ আমার’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপচাপায় মাসতুরা আক্তার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার মাইজবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসতুরা আক্তার ওই এলাকার ফরিদ মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, পিকআপচালক দীন ইসলাম দিলু মিয়া চাষাবাদের জন্য কলের লাঙল ভাড়ায় চালাতেন। পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি কোনো প্রশিক্ষণ না নিয়ে পিকআপ চালানো শুরু করেন। সকালে পিকআপ নিয়ে রাস্তায় বের হন। এসময় ওই ছাত্রী মাদরাসার দিকে যাচ্ছিলেন। এসময় পিকআপটি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী সাইম উদ্দিন বলেন, ‘মেয়েটিকে চাপা দিয়ে চালক দীন ইসলাম বলছিলেন, সব দোষ আমার। মেয়েটি ঠিক পথেই যাচ্ছিল।’

এ বিষয়ে ঈশ্বরবগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল হক মুন্না বলেন, চালক দীন ইসলামকে আটক করা হয়েছে। তবে, নিহত তরুণীর পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল