স্ট্রোক হওয়ার ঝুঁকি রয়েছে বুঝবেন যেভাবে
প্রকাশ :
স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। যে কোনো বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হবে পারে। এতে আক্রান্ত হওয়ার লক্ষণ আগেভাগেই টের পাওয়া যায়। জেনে নিন যেসব লক্ষণে বুঝবেন স্ট্রোক হওয়ার ঝুঁকি রয়েছে।
-
স্ট্রোকের প্রভাবে শরীরের একাংশ দুর্বল হতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে অঙ্গ-প্রতঙ্গ অসাড় হতে থাকে। ছবি: সংগৃহীত
-
স্ট্রোক হলে তার প্রভাবে কথা জড়িয়ে যেতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে পায়ের জোর কমতে থাকে। ছবি: সংগৃহীত
-
শরীরে ভারসাম্যের সমস্যা হতে পারে। এর প্রভাবে হাঁটা-চলায় সমস্যা হতে পারে। এই সময় পড়ে যাওয়ার ফল আরও খারাপ হতে পারে। ছবি: সংগৃহীত
-
স্ট্রোকের প্রভাবে অসম্ভব মাথা যন্ত্রণা হতে পারে। ছবি: সংগৃহীত
-
অনেক সময় দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে। সামনের সবকিছু যেন দেখতে আবছা লাগে। ছবি: সংগৃহীত
-
এই ধরণের লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসা শুরু করতে যেন দেরি না হয়! তাহলে মারাত্মক বিপদ হতে পারে। তাই আগে থাকতে সতর্ক হওয়া প্রয়োজন। সেই সঙ্গে শরীরের খেয়ালও রাখতে হবে। কারণ অনিয়মিত জীবনযাপন, বাড়তি ওজন ও রক্তচাপ স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই যেকোনো বয়সেই এই বিপদ দেখা দিতে পারে আপনার জীবনে। ছবি: সংগৃহীত