পটকা বানানোর সময় বজ্রপাত, বিস্ফোরণে দুই নারীর মৃত্যু
প্রকাশ :

ময়মনসিংহের নান্দাইলে ঘরে পটকা বানানোর সময় বজ্রপাতের কারণে বিস্ফোরণে দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও একই গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান,
একটি ঘরে দুই নারী পটকা বানানোর কাজ করছিল। এ সময় বজ্রপাত হলে ঘরে থাকা
কেমিকেলে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের টিনের চালা উড়ে যায় ও দেয়াল ক্ষতিগ্রস্ত
হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ
উদ্ধার করেছে।