, ৭ আশ্বিন ১৪৩০ অনলাইন সংস্করণ

ঝরনার পানি নিচে না পড়ে উঠে যায় উপরে

  ভ্রমণ ডেস্ক

  প্রকাশ : 

ঝরনার পানি নিচে না পড়ে উঠে যায় উপরে

জলপ্রপাতের পানি সাধারণত নিচের দিকে গড়িয়ে পড়ে, তবে রহস্যময় এক ঝরনার পানি উড়ে যায় উপরের দিকে। এই বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের হাজারো পর্যটক ভিড় করেন সেখানে।

বর্ষায় এমনই বিস্ময়কর ঘটনা ঘটে মহারাষ্ট্রের মালভালির ভিসাপুরে। আপাতদৃষ্টিতে পদার্থবিজ্ঞানের নিয়মের অমান্য করে সেখানকার জলপ্রপাতের পানির প্রবাহ মাধ্যাকর্ষণ টানের বিপরীতে উপরের দিকে চলে যায়।

এমন ঘটনা তখনই ঘটে যখন শক্তিশালী মৌসুমি বায়ু জলপ্রপাতের পানিতে পরিমাণকে উপরের দিকে ঠেলে দেয়। ভারতের এই বিপরীত জলপ্রপাত দেখতে সবাই ভিড় করেন কোঙ্কন উপকূল ও দাক্ষিণাত্য মালভূমির মধ্যকার নানেঘাট পর্বত গিরিপথে।

সেখানকার অদ্ভুত এই জলের খেলা দেখতে ভিড় জমায় পর্যটকরা। শুধু এটিই নয় ভারতের মুম্বাইয়ের কাছে সমরাদ গ্রামেও একটি বিপরীত জলপ্রপাত আছে। সেখানকার কাভালশেট পয়েন্টে প্রায় ১০টি ছোট ক্যাসকেড ও একটি বিপরীত জলপ্রপাত আছে।

অদ্ভুত এই জলের খেলা বিশ্বের বিভিন্ন স্থানে আছে। এমন দৃশ্য সত্যিই মুগ্ধকর। ইংল্যান্ডের সিডনি থেকে কিন্ডার ডাউনফল পর্যন্ত ও চিলির মৌলে অঞ্চলে বর্ষাকালে বৃষ্টির সময় বিপরীত জলপ্রপাতের অবাক করা দৃশ্য চোখে পড়ে।

সূত্র: আমিউজিং প্লানেট

  • সর্বশেষ - ভ্রমণ