বলিউডের যেসব নায়িকা নিরামিষভোজী
প্রকাশ :
বলিউডের অনেক নায়িকাই বেশ স্বাস্থ্য সচেতন। ফিটনেস ধরে রাখার জন্য তারা প্রাণপণ চেষ্টা করছেন। এদিকে ৭ নায়িকা সুস্বাস্থ্যের জন্য আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন। তারা পুরোপুরি নিরামিষভোজী।
-
কঙ্গনা রানাউত: একসময়ে আমিষ খাবার ছিল প্রিয়। কিন্তু বিগত কয়েক বছর ধরে নিরামিষ খাবারই বেছে নিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানান, স্বাস্থ্যের কথা ভেবেই, বিশেষ করে অ্যাসিডিটির সমস্যা এড়াতেই এই খাবার নিরামিষ ডায়েট অনুসরণ করেন তিনি। ছবি: সংগৃহীত
-
সোনাম কাপুর: পাঞ্জাবি পরিবারের। তাই মাছ মাংস ছিল সোনামের প্রিয় খাবার। কিন্তু স্বাস্থ্য সচেতন হয়ে সম্পূর্ণ বাদ দিয়েছেন আমিষ খাবার। প্রথমে মাংস খাওয়া বাদ দেন। তার কিছুদিন পরেই দুগ্ধজাত খাবার খাওয়া বাদ দেন সোনাম। ছবি: সংগৃহীত
-
জ্যাকুলিন ফার্নান্দেজ: ফিটনেস নিয়ে খুব সচেতন জ্যাকলিন ফার্নান্দেজ। অরগ্যানিক খাবার ভালোবাসেন। এছাড়াও তিনি একজন পশুপ্রেমী। তাই আমিষ খাবার ছেড়ে দিয়েছেন জ্যাকুলিন। তবে শুধু মাছ মাংস নয়। দুগ্ধজাত খাবারও ডায়েট থেকে বাদ দিয়েছেন তিনি। ছবি: সংগৃহীত
-
মল্লিকা শেরাওয়াত: অনেক বছর আগে থেকেই নিরামিষ ডায়েট বেছে নিয়েছেন। এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার বিবেক বলেছেন নিরামিষ খাবার খেতে। ছবি: সংগৃহীত
-
নেহা ধুপিয়া: পরিবেশ ও প্রাণীর কথা ভেবেই নিরামিষ খাবার বেছে নিয়েছেন নেহা। এখন শাক সবজি জাতীয় খাবার খান নেহা। ছবি: সংগৃহীত
-
এষা গুপ্তা: ২০১৫ সাল থেকে নিরামিষ ডায়েট শুরু করেন এষা। পশুপ্রাণ সংরক্ষণের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ছবি: সংগৃহীত
-
আলিয়া ভাট: কোনো দিনই আমিষ খাবারের প্রতি সেভাবে আসক্তি ছিল না। এখন পুরোপুরি নিরামিষ ডায়েটের উপর নির্ভর করেন তিনি। ছবি: সংগৃহীত