2024-05-04 02:22:05 pm

অবসকিওর ব্যান্ডের টিপুর নতুন গান, সঙ্গে শাওন মাহমুদ

www.focusbd24.com

অবসকিওর ব্যান্ডের টিপুর নতুন গান, সঙ্গে শাওন মাহমুদ

১১ মে ২০২২, ১৫:৩৭ মিঃ

অবসকিওর ব্যান্ডের টিপুর নতুন গান, সঙ্গে শাওন মাহমুদ

বাংলা গান যতদিন বেঁচে থাকবে ততদিন ইতিহাসে উজ্জ্বল তারা হয়ে জ্বলবেন সাইদ হাসান টিপু। জনপ্রিয় ব্যান্ড অবসকিওর-এর প্রতিষ্ঠাতা ও ভোকাল তিনি। বিখ্যাত এই ব্যান্ড তারকা বর্তমান সময়ে গানে খুব একটা নিয়মিত নন।

তবে ঈদুল ফিতর উপলক্ষে ভক্ত-শ্রোতাদের জন্য চাঁদ রাতে নতুন একটি গান নিয়ে এসেছেন টিপু। নতুন এ গানের শিরোনাম ‘চলো না যাই ফিরে’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাওন মাহমুদ।

‘চলো না যাই ফিরে’ গানটি লিখেছেন সংগীতশিল্পী-গীতিকার সুচিতা নাহিদ সালাম। গানের সুর সাজ্জাদ কবির আর মিক্স মাস্টারিং করেছেন মিশাল কবির। এর সংগীত পরিচালনা করেছে অবসকিউর টিম।

নতুন গান প্রসঙ্গে টিপু বলেন, ‘রোজার মধ্যে ছিলাম দেশের বাইরে। দেশে ফিরতেই গানটা রেডি হয়ে যায়। প্রকাশ করা যায় কখন ভাবতেই মনে হলো, কাছাকাছি সময়ে চাঁদরাত আছে, এটিই হতে পারে একটা সুন্দর সময়। অনেক দিন চাঁদরাতে গান প্রকাশ করা হয়নি। হিসাব করলে তো সাত-আট বছর হয়ে যাবে। তাই সুযোগটা মিস করতে চাইনি।’

কথায় কথায় টিপু বলেন, ‘এখন পর্যন্ত সবার কাছ থেকে গানটা নিয়ে ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। ইচ্ছা আছে গানগুলো অ্যালবাম আকারে প্রকাশ করার।’

চাঁদরাতে নব্বইয়ের দশকের অন্য ব্যান্ড সংগীতশিল্পীদের গান প্রকাশের বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন টিপু। তিনি বলেন, ‘আমরা তো চাইছি গানবাজনার জোয়ারটা ফিরে আসুক। এভাবে গান প্রকাশ হতে থাকলে জোয়ারটা ফিরতে বেশি সময় লাগবে না।’

টিপু আরও বলেন, ‘আমি সবসময় ভালো লিরিক্সে গান গাওয়ার চেষ্টা করি। স্পেশালি ব্যান্ডের কাজে আমাদের ধরা বাঁধা কিছু নিয়ম আছে। তাই ব্যান্ডের কাজগুলোতে বাইরের লিরিক্স তেমন একটা নেওয়া হয় না। সুচিতা’র ক্ষেত্রে যেটা হয়েছে সাজ্জাদ কবির যখনই আমাকে লিরিক্স আর গানটি দিলেন, লিরিক্স শুনেই মনে হয়েছে একদম পুরোনো দিনে ফিরে যাচ্ছি।

অসম্ভব সুন্দর গানটির কথা। সাথে সাথে গানটি গাইবার জন্য একমত হই। ইচ্ছে আছে সুচিতাকে নিয়ে আগামীতে আমরা আরও কিছু নতুন গানের কাজ করব।’

‘চলোনা যাই ফিরে’ গানটির ভিডিওতে অংশ নিয়েছেন সাঈদ হাসান টিপু ও শাওন মাহমুদ শিল্পীদ্বয়। মিউজিক ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে ‘অবসকিউর বাংলাদেশ’ ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :