১৭ মে ২০২২, ১৭:৩৫ মিঃ
আমাদের অনেকের বাসা-বাড়িতে প্রায় সারাবছরই পিঁপড়ার উপদ্রব দেখা যায়। তবে বর্ষাকালে পিঁপড়ার যন্ত্রণা বহুগুণে বৃদ্ধি পায়। বিভিন্ন ওষুধ ব্যবহার করেও পিঁপড়ার যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া মুশকিল। এবার জেনে নিন যেভাবে পিঁপড়ার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।
বর্ষাকালের আগেই খাবার সংগ্রহ করে রাখতে ব্যস্ত হয়ে পড়ে পিঁপড়ার দল। তাই বর্ষাকালে পিঁপড়ার উপদ্রবে অতিষ্ট হতে হয়। পিঁপড়ার হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন রাসায়নিক ও কীটনাশকে ভরসা করতে হয়। এতে অকারণে মারাও যায় পিঁপড়া, আবার রাসায়নিকের কারণে বাড়ির সদস্যদের শারীরিক সমস্যাও হয়। অনেকের এসব রাসায়নিক থেকে বিভিন্ন অসুখও ছড়ায়। ছবি: সংগৃহীত
এরচেয়ে এমন কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতেই পারেন যেখানে অকারণ পিঁপড়া না মেরে, তাদের তাড়াতে পারেন বাড়ি থেকে। এদিকে আপনিও মুক্ত থাকবেন রাসায়নিকের যন্ত্রণা থেকে। ছবি: সংগৃহীত
যে রাসায়নিক সংকেতের মাধ্যমে পিঁপড়ারা একে অন্যের সঙ্গে যোগাযোগ চালায়, নিজেদের রাস্তা ঠিক করে, সেই রাসায়নিককে নষ্ট করে ঝাল জাতীয় উপাদান। তাই মরিচের গুঁড়া গন্ধ সহ্য করতে পারে না পিঁপড়া। বর্ষায় বাড়ির উঁচু জায়গাগুলোয় (যেখানে শিশুদের হাত পৌঁছবে না) ছড়িয়ে রাখুন অল্প মরিচের। পিঁপড়া আর বাসাই বাঁধবে না ওখানে। ছবি: সংগৃহীত
ভিনেগারের অম্ল পিঁপড়া তাড়াতে খুব কার্যকর। এককাপ পানিতে কিছুটা ভিনেগার মিশিয়ে তা ছড়িয়ে দিন পিঁপড়া উপদ্রুত এলাকায়। পিঁপড়া ওই এলাকার ধারে কাছেও আসবে না। পিঁপড়া অবাধ যাতায়াত যেসব জায়গায়, সেখানে দারুচিনির গুঁড়া ছড়িয়ে রাখুন। দারুচিনির গন্ধ পিঁপড়ার ঘ্রাণশক্তিকে কিছুটা দুর্বল করে দেয়। পিঁপড়ার দিক নির্দেশ ক্ষমতা লোপ পায়। ছবি: সংগৃহীত
লেবুর রসের অ্যাসিটিক অ্যাসিড পিঁপড়ার গন্ধ চিনতে বাধা দেয়। তাই পানির মধ্যে খানিকটা লেবুর রস মিশিয়ে তা স্প্রে করতে পারেন ঘরের কোণায়। সহজেই পিঁপড়ামুক্ত হবে ঘরবাড়ি। ছবি: সংগৃহীত
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :