11 September 2024, 10:38:49 PM, অনলাইন সংস্করণ

শরৎচন্দ্র পণ্ডিতের মজার ঘটনা: গরুর ছানা

  সাহিত্য ডেস্ক

  প্রকাশ : 

শরৎচন্দ্র পণ্ডিতের মজার ঘটনা: গরুর ছানা

বাংলা সাহিত্যের এক রসিক লেখক দাদাঠাকুর শরৎচন্দ্র। হাস্যরস ছিল তার জীবনজয়ের মন্ত্র। অসম্ভব চরিত্রের দৃঢ়তা, অনমনীয় মানসিক শক্তি, কঠোর কর্তব্যপরায়নতা। দাদাঠাকুর ছিলেন স্বভাব কবি এবং তীক্ষ্ণধী, সমাজ সচেতন লেখক।

একদিন সবার সঙ্গে খেতে বসেছেন দাদাঠাকুর। সুস্বাদু বিভিন্ন পদ। তৃপ্তি করে খাচ্ছেন। একজন পরিবেশক দাদাঠাকুরের পাতে ছানার ডালনা দিয়ে গেলেন। সামনে দাঁড়িয়ে থাকা নলিনীকান্ত বললেন, দাদাঠাকুর, গরুর ছানার ডালনা আর একটু নেবেন নাকি?

সঙ্গে সঙ্গে দাদাঠাকুর বললেন, দাও ভাই, গরুর ছানার অকেশনেই তো এসেছি।

এ কথা শুনে নলিনীকান্ত ও অন্যরা হেসে উঠলেন।

লেখা: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

  • সর্বশেষ - সাহিত্য