মমতাজ-শাবনূর একই ফ্রেমে
প্রকাশ :
16px
বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর ও ফোক সম্রাজ্ঞী খ্যাত মমতাজ একই ফ্রেমে বন্দি হয়েছেন। এই ছবি মমতাজ তার ফেসবুকে পোস্ট করেছেন।
-
মমতাজকে গাড়িতে করে অস্ট্রেলিয়ার সিডনি ঘোরালেন শাবনূর। ছবি: ফেসবুক
-
অস্ট্রেলিয়াতে মমতাজ-শাবনূর দারুণ সময় কাটিয়েছেন। ছবি: ফেসবুক
-
এ ছবির ক্যাপশনে মমতাজ লেখেন, ‘খুব পছন্দের নায়িকা শাবনূর। আমি জানি আমার মতো কোটি কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মেয়েটি। আজ সারাদিন সময় দিলো শুধু আমার জন্য। অবশেষে এয়ারপোর্ট পর্যন্ত। ভীষণ মিশুক একটা মানুষ। খুব ভালো থেকো তুমি, অনেক মিস করবো তোমাকে। ’ ছবি: ফেসবুক
-
গত ১৮ মে মমতাজ অস্ট্রেলিয়া গিয়েছেন বলে জানা গেছে। সেখানে তিনি বেশ কয়েকটি কনসার্টে অংশ নিয়েছেন। ছবি: ফেসবুক