, ২১ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

লোকালয়ে নিশাচর গন্ধগোকুল

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

লোকালয়ে নিশাচর গন্ধগোকুল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লোকালয়ে ধরা পড়লো বিলুপ্তপ্রায় প্রজাতির একটি গন্ধগোকুল। শনিবার (৪ জুন) সন্ধ্যায় পৌরসভার চর হোসেনপুরের শিমুলতলী এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেন, দুপুরে গন্ধগোকুলটি খাওয়ার জন্য একটি মুরগি ধরার চেষ্টা করে। এসময় ওই এলাকার প্রিন্স, সাগর, বাপ্পি, সিয়ামসহ কয়েকজন কিশোর গন্ধগোকুলটি ধরে বন বিভাগকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে প্রাণীটি উদ্ধার করি।

তিনি আরও জানান, নিশাচর গন্ধগোকুল ফল খেকো প্রাণী হলেও কীটপতঙ্গ, শামুক, ডিম, মুরগির বাচ্চা, পাখি, ছোট প্রাণী, তাল, খেজুরের রস খায়। খাবার সংগ্রহ করতে এসেই কিশোরদের হাতে ধরা পরে প্রাণীটি। বর্তমানে প্রাণীটি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল