ময়মনসিংহ মহানগরীতে সাশ্রয়ী সেবা দিতে বাইক রাইড শেয়ার চালু করলো উবার
প্রকাশ :
শিক্ষা নগরী খ্যাত ব্যস্ততম ময়মনসিংহ মহানগরীতে প্রথমবারের মতো সাশ্রয়ী যাত্রী সেবা দিতে যাত্রা শুরু করেছে স্মার্টফোন অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। এতে বিভিন্ন জেলা থেকে নানান কাজে বিভাগীয় শহরে আসা জনসাধারণ কম খরচে যাতায়াত সুবিধা ভোগ করবেন। অন্যদিকে স্থানীয় নাগরিকরাও এই সার্ভিসের সুফলের আওতায় এসেছেন। গত বৃহস্পতিবার (৯ জুন) ময়মনসিংহ মহানগরীতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। আকুয়া বাইপাস কান্দাপাড়া এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উবারের মোটর সাইকেল চালকদের হেলমেট ও টি-শার্ট উপহার দেওয়া হয়। উবারের সাথে যুক্ত হয়ে জেলার উদ্যমী বেকার যুবকরা এখন নিজেদের মোটর সাইকেল কাজে লাগিয়ে বেকারত্ব দূর করে আয়ের পথ খুঁজে পেয়েছেন। পর্যবেক্ষকদের মতে, মহানগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসা-যাওয়ায় ভাড়া নিয়ে হবে না কোনো তর্ক-বিতর্ক ও ঝামেলা। তাদের মতে, সহজলভ্য ও সাশ্রয়ী ভাড়ার ক্ষেত্রে স্বচ্ছ সেবায় উবার যাত্রীদের আস্থার প্রতীক হিসেবে স্থান করে নিবে।
জানা যায়, ময়মনসিংহ মহানগরীতে উবারের সাথে যুক্ত হয়েছেন ৩ শতাধিক মোটর সাইকেল চালক। উবারের সাথে জয়েন করলে থাকছে ১,৫০০ টাকা পর্যন্ত জয়েনিং বোনাস এবং রাইড প্রতি ভাড়া। মাস শেষে ১০,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব হবে। উবার কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, মোটর সাইকেলের প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ টাকা। উবারের প্রমোকোড BDRAIN2022 ব্যবহার করলে থাকছে ২০ শতাংশ ডিসকাউন্ট। গৌরীপুরের আবুল কালাম আজাদ জানান, পাটগুদাম ব্রিজ মোড় থেকে ময়মনসিংহ রেল স্টেশনে সঠিক সময়ে পৌঁছাতে পারবো কি না চিন্তায় ছিলাম। উবারের মাধ্যমে সময়ের আগে পৌঁছাতে পেরে আমার আস্থা বৃদ্ধি পেয়েছে। রিয়াদ হাসান জানান, দ্রুত সময়ে কোথাও যেতে হলে মোটর বাইক খুবই সহজ বাহন। চালু হওয়ার পর আমি ২ বার উবারে উঠেছি। সময় ও টাকা উভয় সাশ্রয় হয়েছে।