2025-07-09 11:33:30 pm

চেলসিকে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপে জয়ের পথে ফ্লামেঙ্গো

www.jagrotabangla.com

চেলসিকে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপে জয়ের পথে ফ্লামেঙ্গো

২১ জুন ২০২৫, ১২:১৬ মিঃ

চেলসিকে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপে জয়ের পথে ফ্লামেঙ্গো

ক্লাব বিশ্বকাপে ইউরোপের জায়ান্ট চেলসিকে ৩-১ গোলে হারিয়ে নজরকাড়া জয় পেয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো। যুক্তরাষ্ট্রের লিঙ্কন ফিনানশিয়াল ফিল্ডে শুক্রবারের এই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা ব্রুনো হেনরিক হয়ে উঠেছেন ফ্লামেঙ্গোর জয়ের মূল নায়ক। একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন তিনি।

ম্যাচের শুরুটা অবশ্য চেলসির জন্য স্বপ্নের মতোই ছিল। প্রথমার্ধের ১৩তম মিনিটে ফ্লামেঙ্গোর ডিফেন্ডার ওয়েসলির ভুলের সুযোগ নিয়ে গোল করেন পেদ্রো নেতো। তবে সেই গোলই ছিল চেলসির শেষ হাসি।

৫৪ হাজারেরও বেশি দর্শকে ঠাসা গ্যালারিতে ফ্লামেঙ্গোর সমর্থকদের গর্জনে বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে মাঠে নামেন ব্রুনো হেনরিক। নামার মাত্র ছয় মিনিট পর গেরসনের ক্রস থেকে প্লাতার হেডে বল বাড়ানো পেয়ে নিখুঁত শটে ম্যাচে সমতা ফেরান তিনি।

৬৫তম মিনিটে আসে ফ্লামেঙ্গোর দ্বিতীয় গোল। কর্নার থেকে হেনরিকের হেড চেলসি রক্ষণে বিভ্রান্তি তৈরি করলে বল চলে আসে দানিলোর পায়ে। সাবেক জুভেন্টাস ডিফেন্ডার সুযোগ নষ্ট করেননি।

তারপরই ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত—৬৮তম মিনিটে ফ্লামেঙ্গোর আয়র্তন লুকাসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন চেলসির বদলি খেলোয়াড় নিকোলাস জ্যাকসন। দশজনের দলে পরিণত হয়ে পড়ে চেলসি।

শেষ দিকে, ৮৫তম মিনিটে বদলি খেলোয়াড় ওয়ালেস ইয়ান গোল করে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। এই জয়ে গ্রুপ ‘ডি’ থেকে টানা দুই জয়ে শেষ ষোলো নিশ্চিত করার দোরগোড়ায় ফ্লামেঙ্গো। অন্যদিকে, প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসিকে হারালেও দ্বিতীয় ম্যাচে হেরে কিছুটা চাপে পড়ে গেছে চেলসি। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে তিউনিশিয়ার ক্লাব এস্পেরাঁসের বিপক্ষে।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :