2024-05-09 02:10:15 pm

এক সপ্তাহে করোনায় মৃত্যু বেড়েছে ১৪৪ শতাংশ

www.focusbd24.com

এক সপ্তাহে করোনায় মৃত্যু বেড়েছে ১৪৪ শতাংশ

০৪ জুলাই ২০২২, ২০:৪৫ মিঃ

এক সপ্তাহে করোনায় মৃত্যু বেড়েছে ১৪৪ শতাংশ

দেশে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে। শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত এক সপ্তাহে ১৩ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৮ হাজার ৮৪৬ জন। 

শতকরা বিবেচনায় এ সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় করোনা শনাক্তের হার বেড়েছে ৫২ দশমিক ৮ শতাংশ।

এ ছাড়া দেশে গত এক সপ্তাহে করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের, আগের সপ্তাহে মৃত্যুর সংখ্যা ছিল ৯টি। অর্থাৎ মৃত্যু বেড়েছে ১৪৪ দশমিক ৪ শতাংশ।

সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে প্রকাশিত এপিডেমিওলজিক্যাল প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত ৩৫ হাজার ৩৭৭ জনের নমুনা পরীক্ষায় ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়। এরপর গত ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৪৩ হাজার ৫২৭ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ২১২ জনের করোনা শনাক্ত হয়।

২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত ৬৬ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৮৬৪ জনের করোনা শনাক্ত হয়। আর গত ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ৮৮ হাজার ৯১৮ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়।

গত ২৩ মে থেকে ২৯ মে দেশে করোনা শনাক্ত নিম্নমুখী ছিল। ওই সপ্তাহে ২১৪ জনের করোনা শনাক্ত হয়। এর পরের সপ্তাহে সংক্রমণ আরও কমে আসে। ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত ২১০ জনের করোনা শনাক্ত হয়। আগের সপ্তাহের তুলনায় শনাক্তের হার কমে দাঁড়ায় এক দশমিক ৯ শতাংশে। 

তবে এর পরবর্তী সপ্তাহ থেকেই করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকে। এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ ১১৮ দশমিক ১ শতাংশ বেড়ে যায়, এর পরের সপ্তাহে (১৩ জুন-১৯ জুন) ৩৮৪ শতাংশ। গত ২০ জুন থেকে ২৬ জুন বাড়ে ২৯৯ দশমিক ৯ শতাংশ, আর গত সপ্তাহে শনাক্ত বেড়ে দাঁড়ায় ৫২ শতাংশে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৭৪ জনে। এ সময়ের মধ্যে ২ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :