মোরেলগঞ্জে হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
প্রকাশ :
বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি ফরিদ শেখ (৩৮) ও তার ছেলে আসিফ শেখকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার খাজুরবাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে একই দিন সকালে নিহতের স্ত্রী ফাতেমা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন।
নিহত জাহাঙ্গীর হাওলাদার বারইখালী-নিকারিপাড়া এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে।
জানা গেছে, সোমবার (৪ জুলাই) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে মোটরসাইকেল চালক জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় নিহত জাহাঙ্গীরের কলেজ পড়ুয়া ছেলে আজিজুর রহমান সাকিব (১৮) গুরুত্বর আহত হন। সাকিব খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, জাহাঙ্গীর হত্যাকাণ্ডে জড়িতদদের ধরতে পুলিশ অভিযান শুরু করে। পুলিশ পরিদর্শক মোশারেফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দুপুরে খাজুরবাড়িয়া গ্রাম থেকে ওই ঘটনার মূল আসামি ও তার ছেলেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।