![]() |
২১ জুন ২০২৫, ১২:১৭ মিঃ
প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ৪৮৫ রানে। লঙ্কানদের পাঁচশর আগে আটকে দেওয়ায় বড় অবদান স্পিনার নাঈম হাসানের। লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে এদিন ৫ উইকেট শিকার করেন টাইগার এই স্পিনার।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাঈম বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আল্লাহ এমন একটা সুযোগ দিল। আমি খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’
পরে নিজের বোলিংয়ের পরিকল্পনা নিয়ে নাঈম বলেন, ‘উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি। আমরা চেষ্টা করছি লম্বা সময় এক জায়গায় বল করে যেতে। ক্রিকেট তো রানের খেলা। যখনই রান আসবে না, চাপে পড়লে হয়ত ভুল করবে। এই পরিকল্পনায় বল করেছি। আলহামদুলিল্লাহ, ভালো (হয়েছে)। ওদের লেফটি ৩-৪ জন ছিল, ৩ জন ছিল মনে হয়। রাইটি বেশি ছিল তাই রাইটির উইকেট নিয়েছি।’
দলের পরিকল্পনা সম্পর্কে নাঈম জানান, ‘এটা কালকেই দেখতে পাবেন। এটা দলের প্ল্যান আছে। কালকে ইনশাল্লাহ মাঠে দেখতে পাবেন।’
নিজের চোট নিয়ে নাঈম বলেন, ‘আনলাকি বলতে কিছু নাই। যা আল্লাহ্ রিজিকে রেখেছেন তাই হবে। আলহামদুলিল্লাহ। সবার তো ক্যারিয়ার একরকম হয় না। স্পোর্টসম্যানদের একেক জনের একেকরকম হয়। আমারটা যেমন হয়েছে আলহামদুলিল্লাহ।’
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :