পাখি শিকারের অপরাধে যুবকের কারাদণ্ড
প্রকাশ :
হবিগঞ্জে পাখি শিকারের অপরাধে মো. সোহেল মিয়া (২৭) নামে এক যুবককে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত সোহেল মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মনতৈল গ্রামের তালাব আলীর ছেলে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী।
তিনি বলেন বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল থেকে ডাহুক পাখিসহ ৩ জনকে আটক করা হয়। রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন আরাফাত রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোহেল মিয়াকে একমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ সময় বাকী দুইজনকে মুচলেকা রেখে মুক্তি দেওয়া হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযানে অফিস স্টাফ টিপলু দেব, তাপস ভর ও অনুরঞ্জন অধিকারী অংশ নেন।