কানে হঠাৎ কিছু ঢুকে গেলে দ্রুত যা করবেন
প্রকাশ :
কান শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অসাবধানতা কিংবা দুর্ঘটনাবশত শরীরের গুরুত্বপূর্ণ এই অঙ্গে নানা সমস্যা হতে পারে।
যেমন- কাঠি দিয়ে কান পরিষ্কার করতে গেলে তা ভেঙে যাওয়া কিংবা কানে পোকামাকড়, মশা-মাছি ইত্যাদি ঢুকে পড়ার ঘটনা যখন তখনই ঘটতে পারে।
বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বেশি ঘটে থাকে। এমন পরিস্থিতিতে দ্রুত কী করবেন জেনে নিন-
বিশেষজ্ঞদের মতে, এমন কোনো ঘটনা ঘটলেও কান বেশি খোঁচাখুঁচি করবেন না। এতে সমস্যা আরও বাড়তে পারে। এক্ষেত্রেও যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কানে কটনবাডের অংশ, দেশলাইয়ের কাঠি, পালক, ধান, ফলের বীজ, মুড়িজাতীয় কিছু ঢুকলে চিকিৎসকের কাছে যেতে দেরি হলেও অসুবিধা নেই।
তবে মশা-মাছি, তেলাপোকা, পিঁপড়ে বা অন্য কোনো জীব ঢুকে পড়লে দ্রুত ব্যবস্থা নিন। না হলে গুরুতর সমস্যা হতে পারে। জেনে নিন কানে হঠাৎ মশা-মাছি কিংবা কোনো পোকা ঢুকে গেলে কী করবেন?
>> এক্ষেত্রে প্রথমেই কানের মধ্যে টর্চলাইট ফেলুন। এতে পোকা জীবন্ত থাকলে আলোর প্রতি সংবেদনশীল হওয়ায় বেরিয়ে আসতে পারে।
>> পোকা ঢুকলেই সঙ্গে সঙ্গে অলিভ অয়েল কিংবা নারকেল তেল কয়েক ফোঁটা কানে দিন। এতে পিঁপড়া বা পোকামাকড় মরে যাবে ও ব্যথা কমে যাবে। এরপর চিকিৎসকের কাছে যান।
>> কানে জড় পদার্থ ঢুকলে সেটিকে বের করার জন্য খোঁচাখুঁচি করবেন না। এতে কানের পর্দা ছিদ্র হতে পারে।
>> বিশেষজ্ঞদের পরামর্ম অনুযায়ী, কানে মশা-মাছি বা পোকা ঢুকলে এক হাত দিয়ে নাক চেপে ধরুন। আরেক হাত দিয়ে অন্য কান চেপে ধরুন।
এতে ভেতরে থাকা পোকা বেরিয়ে আসে। তবে বেশিক্ষণ আবার নিঃশ্বাস বন্ধ করে রাখবেন না। এতে বিপদ আরও বাড়তে পারে।
সূত্র: ওয়েব এমডি