2024-04-19 06:02:33 am

বঙ্গবন্ধুকে নিবেদিত তিনটি কবিতা

www.focusbd24.com

বঙ্গবন্ধুকে নিবেদিত তিনটি কবিতা

১২ আগষ্ট ২০২২, ১৫:৪২ মিঃ

বঙ্গবন্ধুকে নিবেদিত তিনটি কবিতা

তাইজুল ইসলাম

মুজিব নামে

মুজিব নামে রোজ সকালে সূর্য ওঠে পূব আকাশে
মুজিব নামে মুক্তা জমে শিশির বেশে সবুজ ঘাসে।
মুজিব নামে মনের সুখে গান গেয়ে যায় ভোরের পাখি
মুজিব নামে পাখির মতন মুক্ত হয়ে বাঁচতে শিখি।

মুজিব নামে ঢেউ খেলে যায় বহমান নদীর বুকে
মুজিব নামে নদীর বুকে নৌকা ভাসায় মনের সুখে।
মুজিব নামে কৃষক হাসে, মাঠের বুকে সোনার ফসল
মুজিব নামে হাসি ফোটে, ঘোচে দেখো দুঃখ সকল।

মুজিব নামে ছায়া নামে তপ্ত তাপের ওই মাঠে,
মুজিব নামে ঝরনা নামে, মুজিব নামে ফুল ফোটে।
মুজিব নামে স্বপ্ন বুনি, ভালোবাসা মুঠি মুঠি
মুজিব নামে ঘুমাই মোরা, মুজিব নামে উঠি।

মুজিব নামে শিশু হাসে, জুড়ায় মায়ের কোল
মুজিব নামে মনের সুখে পাড়ি মায়ের বোল।
মুজিব নামে হাসি-কাঁদি, মুজিব নামে গাই
মুজিব নামে হৃদয়মাঝে শান্তি খুঁজে পাই।

****

মুজিব মানে

মুজিব মানে মানচিত্র
মুজিব মানে বাংলাদেশ
মুজিব মানে শান্তিকামী
মুজিব নামটি শুনতে বেশ।

মুজিব মানে মুক্ত আকাশ
মুজিব মানে সতেজ হাওয়া
মুজিব মানে ইচ্ছে পূরণ—
স্বাধীন হয়ে বাঁচতে চাওয়া।

মুজিব মানে মুক্ত পাখি
আকাশ ছুঁয়ে দেখা
মুজিব মানে নিজের মতন
ভীষণ বাঁচতে শেখা।

মুজিব মানে সমুদ্র এক
মুজিব মানে প্রবাল ঢেউ
মুজিব মানে গুড়িয়ে ফেলা—
মাটির শত্রু হলে কেউ।

মুজিব মানে আলোর মিছিল
আঁধার পথের দিশা
মুজিব মানে বীরের মতন
বাঁচার অমোঘ নেশা।

মুজিব মানে শ্রেষ্ঠ মানুষ
মুজিব মানে মুক্তিকামী
মুজিব মানে হাসতে পারি
মুজিব নামটি বেশ দামি।

****

আগস্ট এলে

আগস্ট এলে হৃদয়জলে ভাসে দু’টি চোখ
মনে ভীষণ জেগে ওঠে পিতা হারানোর শোক,
আগস্ট এলে শব্দ শুনি, জাতির বুকে চলে বন্দুক
পিতা হারানোর অনুনাদে তাই ভাঙে মোদের বুক।

আগস্ট এলে হাহাকারে ভাসে গোটা বাংলার জমিন
পাষণ্ড হায়েনা ভুলেছিল সেদিন পিতার সকল ঋণ,
আগস্ট এলে পাখিরাও কাঁদে, ভুলে যায় সুর-গান
বাতাসে ভাসে বারুদের গন্ধ, তাজা রক্ত অম্লান।

আগস্ট এলে শিশু-ফুলেরাও কেঁদে হয় জারজার
নরদানবের হাত থেকে সেদিন রাসেলও পায়নি ছাড়।
আগস্ট এলে নদীরাও কাঁদে, থেমে যায় কলতানি
পৃথিবীর আকাশ জানে; শোক জমা বুকে কতখানি!

আগস্ট এলে নেমে আসে আঁধার, পনেরোর সেই রাত
আগস্ট এলে নেমে আসে ছায়া, ঘাতকের ভয়াল হাত।
আগস্ট এলে আজও রক্তে ভাসে বাংলা মায়ের কোল
আগস্টে তাই মূক হয়ে যাই, ভুলে যাই সব বোল।

আগস্ট এলে আজও ভয়ে কাঁপে বুক, করে ধুকপুক
কে জানি আবার পতাকার গায়ে ঠেকায় বন্দুক!
আগস্ট এলে আফসোসে মাথা হয়ে আসে নত;
জাতি হিসেবে আমরা কতটা নির্লজ্জ ও অভিশপ্ত!


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :