, ২১ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, যুবক গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, যুবক গ্রেফতার

ময়মনসিংহে ১৩ বছরের কিশোরী ধর্ষণের মামলায় নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। তিনি শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা। তবে ফুলপুরে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

রোববার (১৪ আগস্ট) দুপুর ১২ টায় র‍্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাত সোয়া ২টার দিকে ময়মনসিংহ সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‍্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, নজরুল বিয়ে করে ফুলপুরে বসবাস করতেন। গত জানুয়ারি মাসের শেষ দিকে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ফুসলিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত। পরে বিষয়টি কাউকে না বলার জন্য তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গত ২৫ জুলাই মেয়ে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বুঝতে পেরে ডাক্তারের কাছে নিয়ে যান কিশোরীর মা। সেখানে ওই কিশোরীকে আল্ট্রাসনোগ্রাফি করা হলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। এই ঘটনায় ওই রাতেই কিশোরীর মা বাদী হয়ে ফুলপুর থানায় নজরুলকে আসামি করে মামলা করেন।

তিনি আরও বলেন, গ্রেফতার নজরুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল