2024-05-05 12:44:19 pm

তালের রুটি তৈরি করবেন যেভাবে

www.focusbd24.com

তালের রুটি তৈরি করবেন যেভাবে

২৪ আগষ্ট ২০২২, ১৬:২৩ মিঃ

তালের রুটি তৈরি করবেন যেভাবে

চলছে তালের মৌসুম। বাজারে এখন মৌসুমি এই ফল বেশ সহজলভ্য। তালের মিষ্টি ঘ্রাণ মুগ্ধ করে সবাইকে। তাল থেকে তৈরি করা যায় বিভিন্ন মিষ্টান্ন পদ।

বিশেষ করে তালের পিঠা-পায়েস দেশে কিংবা বিদেশে সমানভাবে জনপ্রিয়। তাল দিয়ে চাইলে রুটিও তৈরি করতে পারেন। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. তালের রস/তালের ক্বাথ
২. লবণ
৩. ঘি/তেল
৪. ময়দা ও
৫. পানি

সব উপকরণ আন্দাজমতো পরিমাপ করেন নিতে হবে।

পদ্ধতি

চুলায় প্যান গরম করে কিছুটা পানি গরম করে নিন। এরপর পানির মধ্যে তালের ক্বাথ, লবণ ও ঘি একসঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে।

এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন তাল পানির মিশ্রণটা বেশ ঘন হয়। ফুটে উঠলেই এতে দিয়ে দিতে হবে ময়দা। অল্প আঁচে ভালোভাবে নেড়ে মিশিয়ে ময়দা সেদ্ধ করে নামাতে হবে।

রুটি বানানোর জন্য যেভাবে ময়দা সেদ্ধ করা হয় ঠিক সেভাবেই তালের মধ্যে ময়দা দিয়ে নেড়ে সেদ্ধ করে নামাতে হবে।

ঠান্ডা হলে সেদ্ধ তাল ও ময়দার মিশ্রণ হাত দিয়ে ভালোভাবে মেখে রুটির ডো তৈরি করে নিতে হবে। এবার ডো থেকে রুটি তৈরি করে নিন।

তারপর সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে তালের রুটি। যে কোনো পদের সঙ্গেই খেতে পারবেন তালের এই তুলতুলে রুটি। একবার খেলেই মুখে লেগেড় থাকবে এর স্বাদ।

রেসিপি ও ছবি: ঝুমুর’স কিচেন


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :