![]() |
২২ জুন ২০২৫, ১৩:১৬ মিঃ
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর রবিবার সকালে ইসরায়েলের তেলআবিব, হাইফা, কারমেলসহ উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরের ১০টি লক্ষ্যবস্তুতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।
ইহুদিবাদী ভূখণ্ডটির জরুরি পরিষেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ এই তথ্য জানিয়েছে। ইতোমধ্যে সংস্থাটির কর্মীরা এসব স্থানে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
সংস্থাটি প্রাথমিকভাবে জানিয়েছে, এসব হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তেলআবিবে বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, রবিবার ভোরে ইরানের নাতাঞ্জ, ফরদো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :