গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী
প্রকাশ :

রাজধানীর গুলিস্তানে সিটি প্লাজার সামনে মো. আল-আমিন (৪০) নামের এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাকে অচেতন করে সবকিছু ছিনিয়ে নিয়েছেন অজ্ঞান পার্টির সদস্যরা।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
তাকে ঢামেকে নিয়ে আসা মো. জসিম বলেন, আল-আমিন রামপুরা এলাকায় গার্মেন্টসসামগ্রীর ব্যবসা করেন। বিকেলে দরকারি কাজে গুলিস্তানে আসেন তিনি। সিটি প্লাজার সামনে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে টাকা-পয়সা নিয়ে নেন। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে আনা হয়।
তিনি বলেন, আল-আমিনের টাকা-পয়সা নিয়ে গেলেও মোবাইল ফোন কাছেই ছিল। মোবাইলে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করি। তবে তার কাছে কত টাকা ছিল তা জানতে পারিনি। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ভালুকা আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে বিশেষ মহলের অপপ্রচার ও গভীর ষড়যন্ত্র

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে করোনা যুদ্ধে অগ্রণী ভূমিকায় মসিকের মানবিক মেয়র টিটু

ময়মনসিংহে অসহায় ও এতিমদের খাদ্যপণ্য দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করছেন পুলিশ সুপার আহমার
