20 September 2024, 03:46:30 AM, অনলাইন সংস্করণ

কাবার মুয়াজ্জিনের সুরে আজান দিয়ে মুগ্ধ করল যে শিশু

  ধর্ম ডেস্ক

  প্রকাশ : 

কাবার মুয়াজ্জিনের সুরে আজান দিয়ে মুগ্ধ করল যে শিশু
16px

হুবহু কাবা শরিফের মুয়াজ্জিনের মতো সুললিত কণ্ঠ অনুকরণ করে আজান দিয়েছে ভারতের কেরালা রাজ্যের এক শিশু। তার সুললিত কণ্ঠের আজান উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল অসাধারণ এই প্রতিভার শিশুটি কেরালার মালবার জেলার সিদ্দিকিয়া মাদরাসার একজন শিক্ষার্থী।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা

শিশুটি মাদরাসায় অনেকের মাঝে কাবার মুয়াজ্জিনের স্বরে আজান দেয়। তার সুললিত কণ্ঠে উপস্থিত সবাই মুগ্ধ হয়েছে এবং তার এমন প্রতিভা বিস্ময় তৈরি করেছে উপস্থিত লোকদের মাঝে।

মুহাম্মাদ আল বালুশি নামে ওমানের একজন এক্টিভিস্ট কেরালার সিদ্দিকিয়া মাদরাসাটি পরিদর্শনে যান। সেখানে তিনি এই সুললিত কণ্ঠের আজান শুনেন। এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে আজানের ভিডিওটি পোস্ট করেন। নেটিজেনেরা এই ভিডিওটির ব্যাপক প্রশংসা করেছেন।

জানা গেছে, সিদ্দিকিয়া মাদরাসাটি ভারতের কেরালায় অবস্থিত, মাদরাসাটিতে শিশুরা কোরআন হেফজসহ ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে থাকে। এতে শিশুদের জন্য বসবাসের আবাসিক ব্যবস্থা রয়েছে। শিশু শিক্ষার্থীদের প্রতিদিনের আহার ও পোশাকের ব্যবস্থা করা হয় বিভিন্ন মানুষের সহায়তা ও অনুদানে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

  • সর্বশেষ - অতিথি কলাম