2024-05-03 10:20:18 pm

ছবিতে অজি-আফগান দ্বৈরথ

www.focusbd24.com

ছবিতে অজি-আফগান দ্বৈরথ

০৪ নভেম্বার ২০২২, ২২:৪৪ মিঃ

ছবিতে অজি-আফগান দ্বৈরথ

সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে জিততেই হবে, এমন সমীকরণকে সামনে রেখে শুক্রবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের ৪ রানে হারিয়েছে স্বাগতিকরা।

শ্বাসরুদ্ধকর ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানরা। যদিও শুরুটা তেমন ভালো করতে পারেনি মোহাম্মদ নবির দল।

বিশ্বকাপের গত কয়েক ম্যাচে ছন্দে না থাকলেও আজ শুরুতে ভালো ব্যাটিং করেছেন ডেভিড ওয়ার্নার। ১৮ বলে ২৫ রান করে তিনি ফিরেছেন নবীন-উল-হকের বলে।

দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেছেন মিচেল মার্শ। তার ৩০ বলে ৪৫ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় অজিরা। 

দলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি স্টিভেন স্মিথ। ৪ বলে ৪ রান করে ফিরেছেন নবীনের শিকার হয়ে। 

দলের প্রয়োজনের সময় ঠিকই পারফর্ম করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩২ বলে ৫৪ রানের ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন ১৬৮ রানের বড় সংগ্রহ। 

বড় লক্ষ্যতাড়ায় রহমানুল্লাহ গুবরাজের ব্যাটে ভালো শুরু পায় আফগানিস্তান। ১৭ বলে ৩০ রানের ইনিংস খেলে তিনি ফিরেছেন রিচার্ডসনের বলে ক্যাচ হয়ে।

গুবরাজের এনে দেয়া শুরুটাকে পূর্ণতা দিয়েছেন গুলবাদিন নায়েব। তার ২৩ বলে ৩৯ রানের ইনিংসে লক্ষ্যতাড়ার দিকে ভালোভাবেই এগোচ্ছিল আফগানরা।

গুলবাদিনের বিদায়ের পর হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে আফগানিস্তান। ৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে দলটি।

শেষদিকে রশিদ খান চেষ্টা করেছিলেন বেশ। তবে ২৩ বলে তার অপরাজিত ৪৮ রানের ইনিংসটি যেন আফগান ভক্তদের। ১৬৪ তে থামে আফগানদের ইনিংস।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :