12 February 2025, 12:30:45 AM, অনলাইন সংস্করণ

শিকল ভাঙার অভিযানে আপনারা যোগ দিন : জামাল ভূঁইয়া

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

শিকল ভাঙার অভিযানে আপনারা যোগ দিন : জামাল ভূঁইয়া
16px
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি ফেসবুক থেকে নেয়া

করোনাভাইরাসের বিপক্ষে রুখে দাঁড়াতে সকলকে সচেতন হতে বললেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সম্প্রতি করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ের জন্য এশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি এশিয়ার ফুটবলারদের নিয়ে শুরু করেছে ‘ব্রেক দি চেইন’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা ফুটবলারদের মাধ্যমে জানানো হচ্ছে।

তারই পরিপ্রক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় জামাল বলেন, ‘আমি জামাল ভূঁইয়া, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। আপনাদের সবার জন্য একটা বার্তা নিয়ে এসেছি। দয়া করে আমাদের শিকল ভাঙার অভিযানে আপনারা যোগ দিন।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে। আমরা সবাই এক সঙ্গে এটা প্রতিরোধ করতে চাই। আর এটা করা খুব সহজ। আপনার হাত ভালোভাবে ধুয়ে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। যদি খুব প্রয়োজন না থাকে তাহলে বাড়ির বাইরে বের হবেন না। পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে নিরাপদে থাকুন।’

  • সর্বশেষ - খেলাধুলা