![]() |
২৩ জুন ২০২৫, ১৬:১৬ মিঃ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (সোমবার) মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, ইরানের শীর্ষ কূটনীতিক রবিবার সন্ধ্যায় মস্কোয় পৌঁছেছেন। তার সফরের উদ্দেশ্য—রাশিয়ার প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু, বিশেষ করে ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করা।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, আব্বাস আরাগচি এই সফরে রুশ প্রেসিডেন্ট ও অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন।
এদিকে প্রিমাকোভ রিডিংস সম্মেলনও মস্কোয় অনুষ্ঠিত হচ্ছে। এটি আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করার একটি বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞ ফোরাম। এবারের সম্মেলনে বিশ্বের রাজনীতি ও নিরাপত্তা ইস্যুতে নতুন মডেল খোঁজার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। TASS এই ফোরামের প্রধান তথ্য সহযোগী।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :