, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ অনলাইন সংস্করণ

কমতে পারে রাতের তাপমাত্রা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

কমতে পারে রাতের তাপমাত্রা

সারা দেশের তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টায় আরও কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী পাঁচ দিনের মধ্যে দেশের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আজ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

  • সর্বশেষ - আলোচিত খবর