2024-05-02 08:16:30 am

মালয়েশিয়ায় ভূমিধসে আটজনের মৃত্যু

www.focusbd24.com

মালয়েশিয়ায় ভূমিধসে আটজনের মৃত্যু

১৬ ডিসেম্বার ২০২২, ১২:৪৮ মিঃ

মালয়েশিয়ায় ভূমিধসে আটজনের মৃত্যু

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি ক্যাম্পিং সাইটে ভূমিধসের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। খবর বিবিসির।

ভূমিধসের সূত্রপাত কীভাবে তা স্পষ্ট নয়। ভারি বৃষ্টিপাত বা ভূমিকম্পের পর সাধারণত ভূমিধসের ঘটে। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এর আগে কোনও ভারি বৃষ্টিপাত বা ভূমিকম্প হয়নি। কাদায় চাপা পড়ে থাকতে পারে এমন লোকদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ।

ক্যাম্পিং সাইটে ৯০ জনের বেশি লোক ছিল। মালয়েশিয়ার ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৫৩ জনকে উদ্ধার করেছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছে।

মালয়েশিয়ার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী নিক নাজমি বিন নিক আহমাদ টুইটারে বলেছেন, ‘প্রার্থনা করছি যেন নিখোঁজদের দ্রুত খুঁজে পাওয়া যায়’।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :