![]() |
২৩ জুন ২০২৫, ১৬:১৭ মিঃ
ক্লাব বিশ্বকাপে আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে দাপুটে ফুটবল উপহার দিয়ে ৬-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। রবিবার রাতে আটলান্টায় অনুষ্ঠিত এই ম্যাচে একক আধিপত্যে প্রতিপক্ষকে ভাসিয়ে দেয় পেপ গার্দিওলার দল।
এদিন জোড়া গোল করেন মিডফিল্ডার ইল্কায় গুন্দোয়ান, পেনাল্টি থেকে একটি গোল করেন আর্লিং হালান্ড। বাকী তিনটি গোল আসে তরুণ ক্লদিও এচেভেরি, অস্কার বব এবং ফরাসি তরুণ রায়ান চেরকির পা থেকে।
আগের ম্যাচে মরক্কোর ক্লাব উইদাদের বিপক্ষে ২-০ গোলে জয়ী হওয়ার পর এই ম্যাচে পুরোপুরি নতুন একাদশ নিয়ে নামে ম্যানসিটি। তবুও মাঠে কোনো ঘাটতি দেখা যায়নি। পুরো ম্যাচজুড়েই বল দখল, পাসিং, আক্রমণে আধিপত্য ছিল তাদের। সিটি ৭৪ শতাংশ বল দখলে রেখে নিয়েছে ২১টি শট, যার মধ্যে ৬টি জালে জড়ায়। বিপরীতে, আল আইন করতে পেরেছে মাত্র ৫টি শট।
এই জয়ে গ্রুপ জি থেকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে একসঙ্গে নকআউট পর্ব নিশ্চিত করেছে সিটি। পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন কারা হবে।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :