14 September 2024, 09:19:57 PM, অনলাইন সংস্করণ

চাইনিজ মিক্সড ভেজিটেবল রেসিপি

  লাইফস্টাইল ডেস্ক

  প্রকাশ : 

চাইনিজ মিক্সড ভেজিটেবল রেসিপি

শীতে বাজারে এসেছে টাটকা সবুজ সবজি। যা দিয়ে বাঙালির ঘরে ঘরে চলছে হরেক রকমের রান্না। তবে এই সবজিগুলো দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন চাইনিজ মিক্সড ভেজিটেবল।

উপকরণ

পিঁয়াজ কুচি – ১ টা (বড় সাইজের)।

টমেটো কুচি – ১ টা।

গাজর কুচি – ১ টা (কিউব করে কেটে নিয়েছি)।

বিনস কুচি – ৮-১০ টা।

ফুলকপি – ৫টা (ছোট টুকরো করে কাটা)।

মটরশুঁটি – ১০-১২ টা।

বেবি কর্ন – ৭-৮ টি (ছোট টুকরো করে কাটা)।

লাল বেল পেপার – ৭-৮ টা টুকরো।

ক্যাপসিকাম – ৭-৮ টা টুকরো।

পনীর – ৩০০ গ্রাম (ছোট ছোট টুকরো করে কাটা)।

আদা – ২ ইঞ্চি (টুকরো করে কাটা)।

রসুনের কোয়া – ১০-১২ টি।

কাঁচা মরিচ – ৪-৫ টা।

গোটা গোলমরিচ – ১ চা চামচ।

ছোট এলাচ – ৩ টে।

দারচিনি – ১ টা ছোট।

সাদা তেল – পরিমানমতো।

গোটা জিরা – ১/২ চা চামচ।

লবন – স্বাদমতো।

ধনে গুঁড়া – ১ চা চামচ।

জিরা গুঁড়া – ১ চা চামচ।

মরিচ গুঁড়া – ১ চা চামচ।

হলুদ গুঁড়া – ১ চা চামচ।

ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ।

প্রণালি

প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হলে গোটা গোলমরিচ, ছোট এলাচ, দারচিনি দিয়ে ১ মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে।

এবার এতে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, আদা কুচি আর কাঁচা মরিচ দিয়ে ২ মিনিট ভালো করে ভেজে নিতে হবে। ২ মিনিট পর এতে দিচ্ছি টমেটো কুচি আরও ২-৩ মিনিট ভেজে নিয়ে যখন দেখবেন টমেটো একটু নরম হয়ে গেছে তখন চুলা অফ করে ওই মসলাটা একটা মিক্সার গ্রাইন্ডর এ ব্লেন্ড করে নিন।

এবার কড়াইতে আবার সাদা তেল গরম করে তাতে জিরা ও সব সবজিগুলো দিয়ে একটু ভেজে নিন। এবার একটু লবণ দিয়ে দিন, লবণ দেয়ার পর ঢাকনা দিয়ে ৬-৭ মিনিট রেখে দিন, সবজি সিদ্ধ হওয়ার জন্য।

সবজি ভাজা হলে অন্য কড়াইতে তেল গরম করে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে ১ মিনিট ভেজে নিয়ে তার মধ্যে দিচ্ছি মিক্সিতে বেটে নেয়া মশলার পেষ্ট ও সামান্য লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন ৫ মিনিট। ৫ মিনিট পর মশলার ওপর তেল ভেসে উঠবে। এবার মসলার ওপর তেল ভেসে উঠলে ভেজে রাখা সবজি গুলো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে পনিরের টুকরো দিয়ে দিন।

৫ মিনিট একটু ঢাকনা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকনা খুলে সবজি সিদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে ধনেপাতা কুচি দিয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন চাইনিজ মিক্সড ভেজিটেবল। 

  • সর্বশেষ - লাইফ স্টাইল