![]() |
২৩ জুন ২০২৫, ১৬:১৮ মিঃ
এবারের ঈদে ব্যাপক সাড়া পেয়েছে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘তাণ্ডব’। মুক্তির পরপরই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ছবিটি। তবে সিনেমার এই সফলতার মাঝেও দেখা দেয় এক বড় চ্যালেঞ্জ— পাইরেসি। ছবিটি মুক্তির অল্প কয়েকদিন পরই পাইরেসি হয়ে যায়।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শাকিব খান এই পাইরেসির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, পাইরেসির পর অনেকেই ভেবেছিল সিনেমা আর চলবে না, কিন্তু উল্টো ‘তাণ্ডব’-এর চাহিদা আরও বেড়ে গেছে। গুলশান থেকে গুলিস্তান— সব জায়গাতেই মানুষ ছবিটি দেখে মুগ্ধ হচ্ছে। দেশ-বিদেশে যেখানে যাচ্ছে, সেখানেই দর্শকদের হৃদয়ে তাণ্ডব সৃষ্টি করছে এই সিনেমা।
পাইরেসির বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের আহ্বান শাকিব খান বলেন, পাইরেসির বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বাংলা সিনেমা শুধু একটি ইন্ডাস্ট্রির বিষয় নয়, এটি আমাদের জাতীয় সংস্কৃতির অংশ। আমাদের সিনেমার উন্নয়নের জন্য পাইরেটেড কপির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, এবং ‘না’ বলতে হবে।
তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল নিয়মিতভাবে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। শাকিব খানের ভাষায়, কিছু মহল সবসময়ই চায়, বাংলাদেশের সিনেমা ধ্বংস হোক। ‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও আমরা দেখেছি, এই বাজে মহল আগে থেকেই পাইরেসির মাধ্যমে আঘাত হানার চেষ্টা করেছে।
দর্শকদের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাকিব বলেন, বাংলাদেশের সিনেমা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে, সম্মানের সাথে চলছে। এই সাফল্যের মুহূর্তে কেউ কেউ আমাদের টেনে ধরতে চায়। কিন্তু আমরা হাল ছাড়বো না। আমাদের কাজ চলবে, আমরা আরও ভালো সিনেমা বানাবো।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :