28 March 2025, 05:49:15 AM, অনলাইন সংস্করণ

এক বছরে ৩,৩৩০ বার খাবার অর্ডার দিয়ে রেকর্ড!

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

এক বছরে ৩,৩৩০ বার খাবার অর্ডার দিয়ে রেকর্ড!
16px

জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোতে গত বছর সবচেয়ে বেশি অর্ডার হয়েছে বিরিয়ানি। ব্যবহারকারীরা প্রতি মিনিটে গড়ে ১৮৬ প্লেট বিরিয়ানির অর্ডার করেছেন। 

দিনে গড়ে ৯ বার খাবার অর্ডার করে জোমাটোতে রেকর্ড করেছেন ভারতের দিল্লির বাসিন্দা অঙ্কুর। ২০২২ সালে ৩,৩৩০ বার অর্ডার করেছেন ওই ব্যক্তি।

জোমাটো তার বার্ষিক প্রতিবেদনে অঙ্কুরকে দেশের সবচেয়ে বড় ভোজনরসিক তকমা দিয়েছে।

বিরিয়ানির পরেই জোমাটোতে অর্ডারের তালিকায় দ্বিতীয় জনপ্রিয়তম খাবার হচ্ছে পিজ্জা। ২০২২ সালে প্রতি মিনিটে ১৩৯টি পিজ্জা ডেলিভারি করেছে জোমাটো।

জোমাটোতে অর্ডার করার পর বিল পেমেন্টের আগে প্রোমো কোড দেওয়ার অপশন থাকে। তাদের প্রতিবেদন অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি প্রোমো কোড ব্যবহার করেছেন পশ্চিমবঙ্গের রায়গঞ্জের ব্যবহারকারীরা। সেখানকার ৯৯.৭% অর্ডারেই কোনও না কোনও প্রোমো কোড ব্যবহার করে ছাড় পেয়েছেন গ্রাহকরা।

  • সর্বশেষ - গ্যালারি