2024-04-18 10:58:52 am

এক বছরে ৩,৩৩০ বার খাবার অর্ডার দিয়ে রেকর্ড!

www.focusbd24.com

এক বছরে ৩,৩৩০ বার খাবার অর্ডার দিয়ে রেকর্ড!

০১ জানুয়ারী ২০২৩, ১৫:৪৪ মিঃ

এক বছরে ৩,৩৩০ বার খাবার অর্ডার দিয়ে রেকর্ড!

জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোতে গত বছর সবচেয়ে বেশি অর্ডার হয়েছে বিরিয়ানি। ব্যবহারকারীরা প্রতি মিনিটে গড়ে ১৮৬ প্লেট বিরিয়ানির অর্ডার করেছেন। 

দিনে গড়ে ৯ বার খাবার অর্ডার করে জোমাটোতে রেকর্ড করেছেন ভারতের দিল্লির বাসিন্দা অঙ্কুর। ২০২২ সালে ৩,৩৩০ বার অর্ডার করেছেন ওই ব্যক্তি।

জোমাটো তার বার্ষিক প্রতিবেদনে অঙ্কুরকে দেশের সবচেয়ে বড় ভোজনরসিক তকমা দিয়েছে।

বিরিয়ানির পরেই জোমাটোতে অর্ডারের তালিকায় দ্বিতীয় জনপ্রিয়তম খাবার হচ্ছে পিজ্জা। ২০২২ সালে প্রতি মিনিটে ১৩৯টি পিজ্জা ডেলিভারি করেছে জোমাটো।

জোমাটোতে অর্ডার করার পর বিল পেমেন্টের আগে প্রোমো কোড দেওয়ার অপশন থাকে। তাদের প্রতিবেদন অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি প্রোমো কোড ব্যবহার করেছেন পশ্চিমবঙ্গের রায়গঞ্জের ব্যবহারকারীরা। সেখানকার ৯৯.৭% অর্ডারেই কোনও না কোনও প্রোমো কোড ব্যবহার করে ছাড় পেয়েছেন গ্রাহকরা।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :