বিশ্ব ইজতেমা: অজুর পানি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়
প্রকাশ :

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইতোমধ্যে লাখ লাখ মানুষ সমাবেত হয়েছেন ইজতেমা মাঠ ও আশপাশে। বিপুল পরিমাণ মানুষের অজুর পানির দেখা দিয়েছে সংকট। মহাসড়ক ও বিভিন্ন রাস্তায় অবস্থানরত মুসল্লিদের অজুর পানির জন্য খরচ করতে হচ্ছে ২০ থেকে ৩০ টাকা।
অজুর জন্য এক বদনা পানি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা এবং পানির বোতল বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। এছাড়া রাস্তায় নামাজ পড়ার জন্য পেপার কিনতে হচ্ছে ১০ থেকে ১৫ টাকা করে।
টঙ্গী স্টেশন রোড ও কামারপাড়া রোডের মাথায় দেখতে পাওয়া যায় শতশত মানুষ এসব পানি বিক্রি করছেন। স্থানীয় দোকানদারসহ আশপাশের লোকজন এই সুযোগ ব্যবসা করছেন। তবে পুরো এলাকা ঘুরে এক জায়গায়তে ফ্রিতে পানি পাওয়া যাচ্ছে না।
পানি বিক্রেতারা বলেন, কিছুই করার নেই সবাই বিক্রি করছে আমরাও করছি। এখন এত মানুষ ফ্রি পানি কোথায় পাবো।
উল্লেখ্য, শুক্রবার আজ দুপুর দেড়টায় জুমার নামাজ পড়াবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। লাখ লাখ মানুষের উপস্থিতিতে ইতোমধ্যে মাঠ, ঘাট, রাস্তা, মহাসড়ক কোথাও একটু ফাঁকা নেই।

শেখ হাসিনার একনিষ্ঠ অনুসারী এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে মন্ত্রীত্বের প্রত্যাশা ময়মনসিংহবাসীর

ময়মনসিংহে লকডাউনে পথচারী ও দুঃস্থদের জন্য জেলা পুলিশের ৫ টাকার ইফতার বক্স

দেশের ৬৮ কারাগার এখন সংশোধনাগার নিশ্চিত হয়েছে ভালো পরিবেশ ও খাবার
