![]() |
২২ জানুয়ারী ২০২৩, ১১:০৪ মিঃ
নিজের ৯৩তম জন্মদিনে দীর্ঘদিনের প্রেমিকা ৬৩ বছরের আনকা ফাউরকে বিয়ে করলেন অ্যাপোলো ১১ মহাকাশযানের তিন মহাকাশচারীর একজন বাজ অলড্রিন। এটি তার চতুর্থ বিয়ে। শনিবার নিজের টুইটার একাউন্টে বিয়ের খবর এবং ছবি পোস্ট করেন অলড্রিন।
যেখানে তিনি লেখেন, ‘‘আমার ৯৩তম জন্মদিনের দিন এবং এই দিনে আমি ‘লিভিং লিজেন্ডস অব অ্যাভিয়েশ’ হিসেবেও সম্মানিত হবো, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমার দীর্ঘদিনের ভালোবাসা ড. আনকা ফাউর এবং আমি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।”
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে ছোট্ট পরিসরে বিয়ের আয়োজন সারেন বলেও জানান তিনি। ১৯৬৯ সালে মানুষ নিয়ে প্রথম চাঁদে অবতরণ করা অ্যাপোলো ১১ মহাকাশযানের চালক ছিলেন অলড্রিন। তার দুই সফর সঙ্গী দলনেতা নীল আর্মস্ট্রং এবং কমান্ড মডিউল চালক মাইকেল কলিন্স। নীল আর্মস্ট্রংয়ের পর বাজ অলড্রিনই দ্বিতীয় ব্যক্তি যিনি চাঁদের বুকে হেঁটেছেন। দুইজনে ১৯ মিনিট চাঁদের বুকে হেঁটেছিলেন।
সম্পাদক: শাহ মোহাম্মদ রনি
এমআরএল মিডিয়া লিমিটেড কর্তৃক প্রকাশিত সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০১৯৪৪-৭১৯০৯০, ০১৬৭১-১৪৩৩৩৩
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :