2024-05-05 01:06:35 am

শূন্যরেখায় কোনও রোহিঙ্গা নেই: পররাষ্ট্রমন্ত্রী

www.focusbd24.com

শূন্যরেখায় কোনও রোহিঙ্গা নেই: পররাষ্ট্রমন্ত্রী

৩১ জানুয়ারী ২০২৩, ১৮:১৬ মিঃ

শূন্যরেখায় কোনও রোহিঙ্গা নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় আর কোনও রোহিঙ্গা নেই। অনেক বছর ধরে শূন্যরেখায় কিছু রোহিঙ্গা ছিল। তারা মাদক কারবারিদের সঙ্গে জড়িত ছিল। রাখাইনে দুপক্ষের যুদ্ধের কারণে কিছু রোহিঙ্গা আমাদের এখানে ঢুকেছে। শূন্যরেখায় এখন আর কোনও রোহিঙ্গা নেই।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নতুন করে কোনও রোহিঙ্গা নেবে না বাংলাদেশ। আরসা এবং আরএসও’র নিজেদের সংঘাতে শূন্যরেখায় ক্যাম্পগুলো জ্বালিয়ে দেওয়ায়, সেখানে আর কোনও রোহিঙ্গা থাকলো না। এটা এক দিক দিয়ে ভালোই হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব লোককে ঢুকতে দিইনি। তবে যারা ঢুকে পড়েছেন, তাদের আমরা নম্বর (রেজিস্ট্রেশন) দিচ্ছি। তাদের মধ্যে অনেকের ইউএনইচসিআর’র কার্ড রয়েছে। ওদের তো আমরা বিদায় করতে পারছি না।

লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর লক্ষে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :