![]() |
২৫ জুন ২০২৫, ১৫:৩১ মিঃ
মঙ্গলবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের সারসংক্ষেপ তুলে ধরে এক ভিডিও বিবৃতিতে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ১২ দিনের সংঘাতের অবসান ঘটাতে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর ইসরায়েল একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। যা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থায়ী থাকবে।
তবে নেতানিয়াহুর এই দাবি খুব একটা ধোপে টিকছে না। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে, এখনও অক্ষত আছে ইরানের অধিকাংশ পারমাণবিক কেন্দ্র।
নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের দিক থেকে আসা দুটি অস্তিত্বগত হুমকি- পারমাণবিক অস্ত্রের মাধ্যমে ধ্বংসের হুমকি এবং ২০ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধ্বংসের হুমকি দূর করেছে। তিনি দাবি করেছেন, ‘যদি আমরা এখনই পদক্ষেপ না নিতাম তাহলে ইসরায়েল নিকট ভবিষ্যতে ধ্বংসের মুখোমুখি হত।’
নেতানিয়াহুর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভূতপূর্বভাবে কাজ করেছেন ইসরায়েলকে রক্ষা করার। তিনি ইরানের পারমাণবিক হুমকি অপসারণে ভূমিকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সমর্থনে ইরানের উপর মার্কিন হামলা [কৌশলগত বিষয়ক] মন্ত্রী রন ডার্মারের সাথে আমার পরিচালিত কূটনৈতিক অভিযানের ফল এবং ভূগর্ভস্থ ফোরদো সমৃদ্ধকরণ সাইট ধ্বংস করায় আমেরিকান বাহিনীর প্রশংসা করেছেন তিনি।
নেতানিয়াহু আরও বলেছেন, হোয়াইট হাউসে ইসরায়েলের মতো কোনও বন্ধু কখনও ছিল না এবং আমাদের যৌথ কাজের জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :