7 October 2024, 02:26:13 PM, অনলাইন সংস্করণ

এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন
16px

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন, যা গতবারের (২০২১) তুলনায় ১২ হাজার ৮৮৭ জন কম। গতবার  জিপিএ-৫ পয়েছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফল প্রকাশ করেন। 

এরপর শিক্ষামন্ত্রী দীপু মনি দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ বছর অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাশের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের  সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ - শিক্ষাঙ্গন