, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ অনলাইন সংস্করণ

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে রাজধানী ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মো.শাহ আলম বাবু ওরফে বাবলু সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামের হাজী সালে আহম্মদের ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা শহরের মগবাজার এলাকায় অভিযান পরিচালনা ওয়ারেন্টভূক্ত দায়রা-২৫০/১০, জিআর-৯৮০/০৯ এর যাবজীবন সাজাপ্রাপ্ত আসামি বাবলুকে গ্রেফতার কা হয়। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন এলাকা থেকে পলাতক ছিলেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ - সারাদেশ