, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ অনলাইন সংস্করণ

দেশের মানুষের ভাগ্য গড়তে রাজনীতিতে এসেছি : প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

দেশের মানুষের ভাগ্য গড়তে রাজনীতিতে এসেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের নয়, দেশের মানুষের ভাগ্য গড়তে রাজনীতিতে এসেছি। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কালশী বালুর মাঠে কালশী ফ্লাইওভার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমার দেশের অর্থ অন্যকে দিয়ে সেখান থেকে দুর্নীতি করব, এই মানসিকতা আমাদের নেই। এই শিক্ষা বাবা-মা আমাদের দেয়নি।

পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পদ্মা সেতু নিমার্ণ একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আমাদের ওপর মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল, এখানে নাকি দুর্নীতি হয়েছে। আমি বলেছিলাম, প্রমাণ করতে হবে দুর্নীতি হয়েছে।

  • সর্বশেষ - জাতীয়