সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করলো মসিক
প্রকাশ :

ময়মনসিংহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের প্রায় আড়াই শ' সুবিধা বঞ্চিত শিশু-কিশোরের জন্য ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছিলো সিটি কর্পোরেশন। রবিবার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ নগরীর ২৪০ জন সুবিধা বঞ্চিত শিশু-কিশোর ৫ টি ইভেন্টে অংশগ্রহণ করে।
মসিকের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরহাদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরীফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ভারপ্রাপ্ত সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন করায় প্রশংসা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী

করোনা মহামারী মোকাবিলায় টিকা প্রদানের পরিসর বৃদ্ধি করা হয়েছে : মসিক মেয়র টিটু
