, ৭ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

দ.কোরিয়ার জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের নিরুঙ্কুশ জয়

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

দ.কোরিয়ার জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের নিরুঙ্কুশ জয়
ছবি: বিবিসি।

করোনা ভাইরাস প্রকোপের মধ্যেই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন। আর এ নির্বাচনে নিরুঙ্কুশ জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি।

চীনে করোনারও উৎপত্তির কিছুদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাসটি। আর এই করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে দিয়ে গতকাল দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও করোনা রোগীদের কথা মাথায় রেখে দেশটিতে আগাম ভোটের ব্যবস্থা করা হয়েছিল। করোনা আতঙ্কের মধ্যেও দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচনে ৬৬.২ শতাংশ ভোট পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টি ৩০০ আসনের মধ্যে ১৬৩টি আসন পেয়েছে। এছাড়াও ডেমোক্র্যাটিক দলের সহযোগী গল প্ল্যাটফর্ম পার্টিও নির্বাচনে ১৭ টি আসন পেয়েছে। আর এর ফলে দেশটিতে আবারো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দল।

  • সর্বশেষ - ইলেকশন স্পেশাল