সিয়ামকে আইনজীবী হিসেবে কাজের পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রকাশ :

দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এ যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে নায়কের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মঞ্চে বেশ কিছুক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন সিয়াম, যা উপস্থিত দর্শকদের নজর কাড়ে।
পুরস্কার গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিয়াম জানান, ‘প্রধানমন্ত্রী আমাকে বললেন, তুমি বারের এনরোলমেন্ট নিয়ে প্র্যাকটিস শুরু করো। তোমাকে আইনজীবি হিসেবেও দেখতে চাই। উত্তরে আমি তাকে বললাম, সবকিছু ঠিকঠাক করে আপনাকে জানাচ্ছি।’
এদিকে সোশ্যাল মিডিয়ায় পুরস্কার গ্রহণের ছবি পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিয়াম। সামনে ভালো ভালো কাজ করে যেতে চান তিনি। দিনশেষে দর্শকের ভালোবাসাই তার চলার শক্তি। এজন্য সবার কাছে দোয়া চান তিনি।

ভালুকা আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে বিশেষ মহলের অপপ্রচার ও গভীর ষড়যন্ত্র

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে করোনা যুদ্ধে অগ্রণী ভূমিকায় মসিকের মানবিক মেয়র টিটু

ময়মনসিংহে অসহায় ও এতিমদের খাদ্যপণ্য দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করছেন পুলিশ সুপার আহমার
