অবৈধভাবে ক্ষমতা দখলের সংস্কৃতি ছিল বাংলাদেশে : প্রধানমন্ত্রী
প্রকাশ :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলের সংস্কৃতি ছিল। যারা অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্যদিয়ে রাজনীতিতে এসেছে আজকে তারাই গণতন্ত্রের কথা বলে। আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশের ভিতরে না দেশের বাহিরে গিয়েও নালিশ করা বিএনপির চরিত্র, তারা মনে করে দেশের বাহিরে থেকে এসে কেউ তাদের ক্ষমতায় বসিয়ে দিবে। বিদেশীদের কাছে নালিশ করে লাভ হবে না।

ভালুকা আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে বিশেষ মহলের অপপ্রচার ও গভীর ষড়যন্ত্র

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে করোনা যুদ্ধে অগ্রণী ভূমিকায় মসিকের মানবিক মেয়র টিটু

ময়মনসিংহে অসহায় ও এতিমদের খাদ্যপণ্য দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করছেন পুলিশ সুপার আহমার
