, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ অনলাইন সংস্করণ

দিনাজপুরে যাত্রী বেশে ছিনতাই, আটক ১

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

দিনাজপুরে যাত্রী বেশে ছিনতাই, আটক ১

দিনাজপুর শহরের বড়পুল এলাকা থেকে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটক সোহাগ দিনাজপুর শহরের ষষ্ঠিতলা এলাকার মশিউরের ছেলে। বুধবার দিবাগত রাতে দিনাজপুর শহরের বড়পুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

কোতোয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম জানান, আটক সোহাগের বিরুদ্ধে বিভিন্ন পার্ক ও রাস্তাঘাটে চাঁদাবাজি ও যাত্রী সেজে নির্জনে গিয়ে চালককে মারধরের পর ইজিবাইক ও টাকা ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে। চলমান অভিযানে বুধবার রাতে তাকে আটক করা হয়। 

  • সর্বশেষ - সারাদেশ