2024-05-03 01:16:26 pm

রাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু

www.focusbd24.com

রাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু

০৯ এপ্রিল ২০২৩, ১৮:১৬ মিঃ

রাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা আগামী ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক তথ্যটি জানিয়েছেন।

পরিচালক বলেন, আজ দুপুর ১২টা থেকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কোটাসহ তিন ইউনিটে ২ লাখ ৩৪ হাজার ১৫১ জন ভর্তিচ্ছু চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। তারা অনলাইনে 'বি' ইউনিটের জন্য ১ হাজার ১০০ টাকা এবং 'এ' ও 'সি' ইউনিটের জন্য ১ হাজার ৩২০ টাকা পরিশোধ করে এই কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এই প্রক্রিয়া ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।

তিনি আরো বলেন, প্রথম দফায় আবেদন পূর্ণ না হলে পরবর্তী আরো তিনটি ধাপে আবেদন প্রক্রিয়া চলবে। দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল, তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল এবং চতুর্থ দফায় ১ ও ২ মে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উল্লেখ্য, এবছর ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মে, এ ইউনিট ৩০ মে এবং বি ইউনিট ৩১ মে অনুষ্ঠিত হবে। প্রতিদিন এক ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা চলবে চার শিফটে। ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মান ১০০। প্রতি ৪ ভুল প্রশ্নের জন্য ১ নম্বর কাটা যাবে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :