, ৭ আশ্বিন ১৪৩০ অনলাইন সংস্করণ

নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বৃহস্পতিবার রাত ১১টা ২২ মিনিটের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।এর আগে রাত ১০টা ২৩ মিনিটে আগুন লাগার তথ্য জানান ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার।

তিনি জানান, নবাবপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া গেছে রাত ১০টা ২ মিনিটে।

  • সর্বশেষ - মহানগর